
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে প্রাথমিক গণপ্রস্তাব (IPO) এবং সংশ্লিষ্ট বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এই সেমিনার অনুষ্ঠিত হয় বুধবার (১৬ জুলাই) দুপুর ৩টা ৩০ মিনিটে, বিএসইসি’র মাল্টিপারপাস হলে। পরদিন বৃহস্পতিবার (১৭ জুলাই) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমে জানায়।
সেমিনারে উপস্থিত ছিলেন বিএসইসি’র কমিশনার মো. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর এবং ফারজানা লালারুখ। এছাড়াও কমিশনের নির্বাহী পরিচালক, পরিচালক, অতিরিক্ত পরিচালক এবং সিএফডি ও সিএমআরআরসি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম। তার প্রবন্ধে শেয়ারবাজারে তালিকাভুক্তি সংক্রান্ত বিভিন্ন দিক, আইপিওর সুবিধা ও চ্যালেঞ্জ, পাবলিক ইস্যু রুলস ও সংশোধনীগুলো, বুক বিল্ডিং ও ফিক্সড প্রাইস মেথড, ডাচ ও ইংলিশ অকশন পদ্ধতি, ইলেকট্রনিক সাবস্ক্রিপশন, শেয়ার লক-ইন এবং আন্ডাররাইটারের ভূমিকা নিয়ে বিশ্লেষণ তুলে ধরা হয়।
কমিশনার মো. মোহসিন চৌধুরী অধ্যাপক মাহমুদ ওসমান ইমামের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সেমিনারের মাধ্যমে কর্মকর্তারা অনেক কিছু শিখেছেন যা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের জ্ঞান ও দক্ষতাবর্ধক আয়োজন অব্যাহত থাকবে, যা দেশের শেয়ারবাজার, অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেমিনার শেষে বিএসইসি’র পক্ষ থেকে পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম বলেন, বিনিয়োগবান্ধব ও কার্যকর শেয়ারবাজার গঠনে বিএসইসি নিয়মিতভাবে দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করছে এবং এই সেমিনার তারই অংশ।