
জুলাই -আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই পুনর্জাগরণ শীর্ষক সিরিজ কর্মসূচি ঘোষণা করেছে নওগাঁর ছাত্র-জনতা।
মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এই কর্মসূচীর ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলনে লিখত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন নওগাঁয় নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী আরমান হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ৫ আগস্ট বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গৌরবময় অধ্যায়। দীর্ঘ দিনের স্বৈরশাসন থেকে মুক্তির জন্য আন্দোলন করে বাংলাদেশের আপামর জনগণ বিজয় ছিনিয়ে এনেছিলো। জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্ণ হচ্ছে। গত বছরের এইদিনে, নওগাঁর সাহসী ছাত্র-জনতা গণতন্ত্র, ন্যায়বিচার এবং আইনের শাসনের পক্ষে অবস্থান নিয়ে জুলাই ১ তারিখ থেকে রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানের আন্দোলনের ন্যায় অভ্যুত্থানের সূচনা করেছিল।
তিনি আরও বলেন, আমরা সেই গণআন্দোলনের প্রথম বর্ষপূর্তিকে কেন্দ্র করে একটি সিরিজ কর্মসূচির ঘোষণা দিচ্ছি, যার শিরোনাম- "জুলাই পুনর্জাগরণ"। এ কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে, শহীদদের স্মরণ,গণতন্ত্র ও নাগরিক অধিকারের দাবি পুনর্ব্যক্ত, তরুণ প্রজন্মকে জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনে সম্পৃক্ত করা। নওগাঁর জুলাই আন্দোলন গড়ে তোলা স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ ও নওগাঁর জুলাই স্মৃতিচারণ।
ছাত্র-জনতার ঘোষিত কর্মসূচিসমূহঃ
১৮ জুলাই ২০২৫ | সকাল ১০ ঘটিকা হতে ২দিন ব্যাপী নওগাঁ শহরের বিভিন্ন স্থানে গ্রাফিতি অংকন। যেখানে প্রকাশ পাবে জুলাই আন্দোলনের বিভিন্ন চিত্র, খুনি হাসিনার প্রতিকী ও বিচার নিশ্চিত এবং আগামীর সম্প্রীতির বাংলাদেশ।
২৫ জুলাই ২০২৫ নওগাঁ শহরের কাজীর মোড়ে বিজয় চত্বর নাম ফলক উদ্বোধন।
২৮ জুলাই ২০২৫ বৃক্ষরোপণ কর্মসূচি।
৩১ জুলাই ২০২৫ নওগাঁ কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলোন ও সমস্বরে সংগীত পরিবেশন। নওগাঁ জুলাই আন্দোলন চলাকালীন ৩০ জুলাই " Red For Justice" ও ১ আগস্ট "Remember Our Heroes" কর্মসূচির প্রতীকী হিসেবে এই কর্মসূচি।
২ আগস্ট ২০২৫ দোয়া মাহফিল।
৩ আগস্ট ২০২৫ পথ নাটক।
সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী নুসরাত জাহান জরি, নাঈম হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।