ঢাকা   বুধবার ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

রাবিপ্রবিতে বিশ্ববিদ্যালয় দিবস পালন ও আন্তর্জাতিক জীববিজ্ঞান সম্মেলন

গ্রামবাংলা

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪২, ১৫ জুলাই ২০২৫

সর্বশেষ

রাবিপ্রবিতে বিশ্ববিদ্যালয় দিবস পালন ও আন্তর্জাতিক জীববিজ্ঞান সম্মেলন

‘সেশনজট মুক্ত বিশ্ববিদ্যালয় আমার অধিকার’ এই প্রতিপাদ্যকে নিয়ে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো বিশ্ববিদ্যালয় দিবস। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৪ বছর পর্দাপণ উপলক্ষে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় র‌্যালী, কেক কাটাসহ দিনব্যাপী নানা আয়োজন। 

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক জীববিজ্ঞান সম্মেলন ও কার্নিভাল। সেমিনার, গবেষণা উপস্থাপনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক আয়োজন ছিল দিনব্যাপী কর্মসূচিতে। রাঙামাটি বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান সম্মেলন উদ্বোধন করেন ।  

বিশ্ববিদ্যালয়ের পথচলার অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন, নরওয়ের প্রফেসর এস. এম. আব্দুল কুদ্দুস।

গবেষণা ও উদ্ভাবনে অবদান রাখায় শিক্ষার্থীদের দেওয়া হয় সম্মাননা । নবনিযুক্ত শিক্ষকদের দেওয়া হয় সংবর্ধনা। শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়ে তোলে পুরো ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, এই আয়োজন শুধু একাডেমিক নয়, বরং শিক্ষার্থীদের গবেষণা ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণে উৎসাহিত করবে।

সর্বশেষ