ঢাকা   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

দুই খাতে মুনাফা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৩, ৯ জুলাই ২০২৫

সর্বশেষ

দুই খাতে মুনাফা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা

দেশের উভয় শেয়ারবাজারে আজ বুধবার (০৯ জুলাই) উল্লেখযোগ্য উত্থান প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচক প্রায় ৫৪ পয়েন্ট বেড়েছে এবং লেনদেন হয়েছে ৬৯০ কোটি ৬২ লাখ টাকার, যা আগের দিনের ৬০১ কোটি ৭৫ লাখ টাকার লেনদেনের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি। এদিন ডিএসইর প্রায় সব খাতের শেয়ারেই ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে, যা বাজারের সামগ্রিক ইতিবাচক মনোভাবের ইঙ্গিত দেয়।

যদিও বাজারের বেশিরভাগ খাত আজ ৬০ শতাংশেরও বেশি, এমনকি কয়েকটি খাতে শতভাগ দাম বৃদ্ধি দেখেছে, তবে ব্যাংক ও বস্ত্র খাতে কিছুটা ভিন্নতা দেখা গেছে। এই দুটি খাতের শেয়ারের দাম দিনের শেষ ভাগে অন্যান্য খাতের তুলনায় নেতিবাচক প্রবণতা বেশি ছিল, যদিও সামগ্রিক বাজার ছিল দারুণ চাঙ্গা। আজ ব্যাংক খাতের ৩৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬টির, কমেছে ১২টির এবং অপরিবর্তিত ছিল ৮টির। অর্থাৎ দাম কমা এবং অপরিবতির্ত থাকা কোম্পানির সংখ্যাই বেশি।


অন্যদিকে, বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩০টির, কমেছে ১৮টির এবং অপরিবর্তিত ছিল ১০টির। যদিও এখাতে পতন ও অপরিবর্তিত কোম্পানির সংখ্যা দাম বৃদ্ধির কোম্পানির চেয়ে কম, তবুও লেনদেনের শেষ ভাগে শেয়ার বিক্রির বেশি চাপ দেখা গেছে।
এতে বোঝা যায়, খাত দুটির শেয়ারে বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখা গেছে। যার ফলে দিনের প্রথম ভাগে খাত দুটিতে যে পরিমাণ ঝলক দেখা গেছে, শেষ ভাগে তেমনটা দেখা যায়নি।

এই মিশ্র প্রবণতায় দেখা যায়, আজ বিনিয়োগকারীরা কৌশলগতভাবে মুনাফা তোলার চেষ্টা করেছে। তবে অন্যান্য খাতের শক্তিশালী পারফরম্যান্স সামগ্রিক সূচককে ঊর্ধ্বমুখী রেখেছে এবং তারল্য বৃদ্ধিতে সহায়তা করেছে। বাজারের এই গতিশীলতা নির্দেশ করে, বিনিয়োগকারীরা এখন কেবল সূচক দেখে নয়, বরং খাতভিত্তিক পারফরম্যান্স বিশ্লেষণ করে সুচিন্তিত বিনিয়োগ করছেন।

আজকের লেনদেন প্রমাণ করে, এমনকি কিছু খাতে মিশ্র প্রবণতা থাকলেও সামগ্রিকভাবে শেয়ারবাজার একটি ইতিবাচক ধারায় রয়েছে। তারল্য বৃদ্ধি এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বৃদ্ধি বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন।

সর্বশেষ