ঢাকা   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

গোয়ালন্দে উন্মুক্ত পদ্ধতিতে চলছে ভিডব্লিউবি উপকারভোগী যাচাই বাছাই

গোয়ালন্দে উন্মুক্ত পদ্ধতিতে চলছে ভিডব্লিউবি উপকারভোগী যাচাই বাছাই

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চারটি ইউনিয়নের ভিডব্লিউডি উপকারভোগীদের দ্বিতীয় দফায় যাচাই বাছাইয়ের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৪ জুলাই)  উপজেলার চারটি ইউনিয়নে ১ থেকে ৫ নং ওয়ার্ডের বাছাই কার্মক্রম পরিচালনা শুরু হয় এবং মঙ্গলবার (১৫ জুলাই) ৬ থেকে ৯ টি ওয়ার্ডের উপকারভোগীদের বাছাই করেন। দুইদিন ব্যাপী এই কার্যক্রমের যাচাই বাছাই করেন উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

সোমবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন কমিটির সভাপতি ইউএনও মো. নাহিদুর রহমান। 
বাছাই কার্যক্রমে অংশ নিতে বিভিন্ন ওয়ার্ড থেকে অনেকটা পথ পারি দিয়ে ইউনিয়ন পরিষদে আসতে হলেও স্বচ্ছতার প্রত্যাশায় আবেদনকারীরা সন্তোষ প্রকাশ করেছেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম জানান, এবার উপজেলার চারটি ইউনিয়নে মোট ৫ হাজার ৮৪৪ জন উপকারভোগী আবেদন করেছেন এর মধ্যে যাচাই বাছাই করে মোট ২ হাজার ২২০ জন উপকারভোগীকে নির্বাচন করা হবে। 
নির্বাচিতরা আগামী দুই বছর প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাবেন। 

ইউএনও মো. নাহিদুর রহমান বলেন, উপকারভোগী বাছাইয়ে সচ্ছতা নিশ্চিত করতে সরকার নির্দেশিত উপজেলা কমিটির কর্মকর্তাগণের মাধ্যমে প্রত্যক্ষ স্বাক্ষাতকারের মাধ্যমে যাচাই বাছাই কার্মক্রম পরিচলনা করা হচ্ছে।

তিনি বলেন, কোন উপকারভোগী যদি তথ্য গোপন, মিথ্যা তথ্য বা অন্যকোন অসাধুপায়ে নির্বাচিত হয়, পরবর্তীতে সেটা প্রকাশ্যে এলে সেই উপকারভোগীকে তালিকা থেকে বাদ দেওয়া হবে।