ঢাকা   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

সাইফ পাওয়ারটেকের ১৭ বছরের রাজত্বের অবসান: চট্টগ্রাম বন্দরের এনসিটির নিয়ন্ত্রণ নিল নৌবাহিনী

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১০:৩৫, ৭ জুলাই ২০২৫

সর্বশেষ

সাইফ পাওয়ারটেকের ১৭ বছরের রাজত্বের অবসান: চট্টগ্রাম বন্দরের এনসিটির নিয়ন্ত্রণ নিল নৌবাহিনী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) দেড় দশকের বেশি সময় ধরে পরিচালনায় থাকা সাইফ পাওয়ার টেকের অধ্যায়ের ইতি ঘটল। সোমবার (৭ জুলাই) থেকে টার্মিনালটির দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ নৌবাহিনীর অধীনস্থ প্রতিষ্ঠান চিটাগং ড্রাইডক লিমিটেড।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানিয়েছেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ড্রাইডকের সঙ্গে ছয় মাস মেয়াদি একটি চুক্তি অনুমোদন দিয়েছে বন্দরের বোর্ড সভা। আজ সোমবার চুক্তি স্বাক্ষরের পর আনুষ্ঠানিকভাবে সাইফ পাওয়ার টেক কর্তৃপক্ষ টার্মিনালের দায়িত্ব হস্তান্তর করবে।

চিটাগং ড্রাইডক লিমিটেড একটি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, যা বাংলাদেশ নৌবাহিনী পরিচালনা করে। প্রতিষ্ঠানটি মূলত সামরিক জাহাজ নির্মাণ ও মেরামতের সঙ্গে যুক্ত এবং চট্টগ্রাম বন্দরের সীমানার মধ্যেই অবস্থিত।

২০০৭ সাল থেকে চট্টগ্রাম বন্দরের এনসিটির অপারেশন পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ার টেক। এই সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি দেশের অন্যতম আলোচিত বেসরকারি টার্মিনাল অপারেটর হিসেবে পরিচিতি পায়।

২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর শুরুতে শেয়ারহোল্ডারদের আকর্ষণীয় ডিভিডেন্ড প্রদান করেছিল কোম্পানিটি—২০১৪ সালে ২৭ শতাংশ বোনাস, ২০১৫ সালে ২৯ শতাংশ বোনাস, ২০১৬ সালে ২৭ শতাংশ বোনাস এবং ২০১৭ সালে ২৮ শতাংশ বোনাস ডিভিডেন্ড। তবে সময়ের সঙ্গে সঙ্গে কোম্পানির আর্থিক পারফরম্যান্সে ভাটা পড়তে থাকে।

২০২৩ সালে সাইফ পাওয়ার টেক কোনো ডিভিডেন্ড দেয়নি, আর ২০২৪ সালে মাত্র ১ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি।

যদিও এনসিটির দায়িত্ব থেকে তারা সরে দাঁড়াচ্ছে, তবে চট্টগ্রাম বন্দরের অপর একটি গুরুত্বপূর্ণ টার্মিনাল, চিটাগং কনটেইনার টার্মিনালের (সিসিটি) পরিচালনার দায়িত্ব এখনো সাইফ পাওয়ার টেকের হাতে রয়েছে।

এই পরিবর্তন চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ পরিচালনায় নতুন ধারা আনবে কি না, সেটাই এখন দেখার বিষয়।

সর্বশেষ