ঢাকা   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

আশ্রিত নারী-কিশোরীদের ইভটিজিং-সহিংসতার রোধে উঠান বৈঠক  

গ্রামবাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৭, ৭ জুলাই ২০২৫

সর্বশেষ

আশ্রিত নারী-কিশোরীদের ইভটিজিং-সহিংসতার রোধে উঠান বৈঠক  

কুড়িগ্রামে বন্যা এবং দুর্যোগকালীন সময়ে উচুঁ স্থানে বা আশ্রয় কেন্দ্রে অবস্থানের সময় নারী-কিশোরীরা বিভিন্ন এলাকা থেকে আগত ছেলেদের দ্বারা হেনস্থা,ইভটিজিং এবং সহিংসতার রোধে শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত নারী,কিশোরী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবী ও উন্নয়নমূলক বেসরকারী সংস্থা লাইট হাউজ।

কুড়িগ্রামে দুর্যোগ মোকাবেলায় লাইট হাউজ গ্রামীণ-শহরে দরিদ্র,প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ এবং পিছিয়ে পড়া জনপদের জনগোষ্ঠি জীবনমান উন্নয়নে কাজ করছে। এছাড়াও সংস্থাটি দেশের বিভিন্ন প্রান্তে ভূমিহীন,গৃহহীন, সুবিধাবঞ্চিত ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী,জলবায়ু পরিবর্তন,দূর্যোগ 

ব্যবস্থাপনা,লিঙ্গ-ভিত্তিক সহিংসতা, পথশিশু, স্কুল থেকে ঝরে পড়া শিশু এবং সুবিধাবঞ্চিত শিশু ও প্রাপ্ত বয়স্কদের উন্নয়নের জন্য ১৯৯২ সাল থেকে কাজ করে আসছে।

তারাই অংশ হিসেবে লাইট হাউজ কুড়িগ্রাম জেলার ৫টি উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করছে। এরমধ্যে কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, চিলমারী এবং রাজিবপুর । এসব উপজেলার মধ্যে দুর্যোগ প্রবণ ৩৫টি ইউনিয়নে স্থানীয় পর্যায়ে ৭০জন স্বেচ্ছাসেবককে নিয়োগ ও প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষিত এসব স্বেচ্ছাসেবক দুর্যোগ প্রবণ অঞ্চলের নারী-কিশোরীদের ছেলেদের দ্বারা হেনস্থা,ইভটিজিং রোধে ও করণীয় বিষয় নিয়ে সচেনতা বৃদ্ধি করছে।

লাইট হাউজ কর্তৃক দূর্যোগ প্রবণ এলাকার দারিদ্রপীরিত এবং ঝুঁকিপ্রবণ এলাকায় নারী,কিশোরী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে দূর্যোগকালীন সময়ে জেন্ডার সহিংসতা হ্রাসে সচেতনতামূলক প্রচারাভিযানের জন্য জেলা-উপজেলার ৯০জন সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
পাঁচগাছি ইউনিয়নের স্বেচ্ছাসেবক আসিফ রায়হান বলেন,লাইট হাউজের স্বেচ্ছাসেবক হিসেবে আমি কাজ করছি। প্রতিবছর আমাদের ইউনিয়ন বন্যায় আক্রান্ত হয়।এই দুর্যোগে পুরুষের তুলনায় নারী-শিশু এবং বয়স্করা বেশি ভোগান্তিতে পড়েন। তাই ভুক্তভোগী এলাকায় আমি তাদের সচেনতা বৃদ্ধির জন্য উঠান বৈঠকসহ বাড়ি-বাড়ি গিয়ে তাদের পরামর্শ প্রদান করে থাকি। এছাড়াও সমস্যা অনুযায়ী করনীয় হিসেবে স্থানীয় জনপ্রতিনিধিসহ আইনশৃংখলা বাহিনীর সহযোগিতা কিভাবে নেয়া যাবে তার পরামর্শ দেয়া হয়।

বেলগাছা ইউনিয়নের স্বেচ্ছাসেবী রুবাইয়া ইসলাম কুরসি বলেন,শুধু দুর্যোগ প্রবণ এলাকায় নারী,কিশোরীদের হেনস্তা বা ইভটিজিং হয় এমনটি নয়। সবখানেই এই সামাজিক ব্যধি রয়েছে। তাই নারী-কিশোরীদের হেনস্তা বা ইভটিজিং থেকে রক্ষা পেতে তাদের করনীয় বিষয় নিয়ে উঠান বৈঠকের মাধ্যমে পরামর্শ দেই। এই সামাজিক ব্যধি রোধে নারী-পুরুষ সকলকেই সচেনত হবে এবং এই সচেতনা বৃদ্ধির জন্য আমি আমার ইউনিয়নে এই সেবামূলক কাজ করছি।  

লাইট হাউজের প্রকল্প সমন্বয়কারী জাহাঙ্গীর আলম বলেন, লাইট হাউজ দেশের বিভিন্ন জেলা-উপজেলা কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত নারী,কিশোরী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করনের জন্য ৭০জন স্বেচ্ছাসেবক বিনা পারিশ্রমিকে তারা দুর্যোগপ্রবণ এলাকার জনগোষ্ঠিরকে সচেনতা ও বিশেষ নিরাপত্তায় তাদের করনীয় বিষয় কাজ করছে। তিনি আরও বলেন,ইউরোপিয়ান ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯-এর আর্থিক সহায়তায় লাইট হাউজ কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, চিলমারী ও রাজিবপুর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

সর্বশেষ