ঢাকা   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

শেয়ার কারসাজিতে স্টাইল ক্র্যাফটের চেয়ারম্যানই জড়িত

শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৫, ১৮ নভেম্বর ২০২০

আপডেট: ১৭:৫৩, ১৮ নভেম্বর ২০২০

শেয়ার কারসাজিতে স্টাইল ক্র্যাফটের চেয়ারম্যানই জড়িত

পুঁজিবাজারের তালিকাভুক্ত স্টাইলক্র্যাফট লিমিটেডর শেয়ার কারসাজির প্রমাণ পেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এজন্য কোম্পানিটির চেয়ারম্যানসহ তিন কর্মকর্তাকে আইন ভঙ্গের দায়ে জরিমানা করা হয়েছে।

আজ বুধবার ১৮ নভেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৯তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্টাইলক্র্যাফট লিমিটেডের শেয়ার লেনদেনে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা ১৯৯৫ এর বিধি ৪(১) এবং সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ ওডিয়েন্স ১৯৬৯ এর সেকশন ১৭(ই)(ভি) ভঙ্গ করেছে।

কারসাজিতে জড়িত ছিলো কোম্পানির চেয়ারম্যান ও তিন জন কর্মকর্তাসহ কতিপয় ব্যক্তি। ফলে কারসাজি করে যা আয় করেছে তার চেয়ে বেশি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে কারো নাম প্রকাশ করেনি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

শেয়ার বিজনেস24.কম