ঢাকা   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

চ্যাম্পিয়নস লিগ জিতলেই ১৬৫৪ কোটি টাকার জ্যাকপট!

খেলার জগৎ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০:৫২, ৬ মে ২০২৫

চ্যাম্পিয়নস লিগ জিতলেই ১৬৫৪ কোটি টাকার জ্যাকপট!

চ্যাম্পিয়নস লিগের ২০২৪–২৫ মৌসুম এখন শেষ ধাপে। শিরোপার লড়াইয়ে টিকে আছে মাত্র চারটি দল—বার্সেলোনা, ইন্টার মিলান, পিএসজি ও আর্সেনাল। ইতোমধ্যে সেমিফাইনালের প্রথম লেগ হয়ে গেছে। পিএসজি ১-০ গোলে হারিয়েছে আর্সেনালকে, আর বার্সেলোনার মাঠে ইন্টার মিলান ৩-৩ গোলে ড্র করেছে। ফিরতি লেগ আগামী ৬ ও ৭ মে।

সর্বশেষ চ্যাম্পিয়ন কোন দল হবে, সেটা যেমন কৌতূহলের বিষয়, ঠিক তেমনি প্রশ্ন উঠছে—জিতলে ক্লাবগুলো কত টাকা পাবে? কারণ, এবারের চ্যাম্পিয়নস লিগে পুরস্কারের পরিমাণ আগের চেয়ে অনেক বেশি। উয়েফা জানিয়েছে, ২০২৪–২৫ মৌসুমে মোট প্রাইজমানি ধরা হয়েছে ২৪৩.৭ কোটি ইউরো, যা টাকায় প্রায় ৩৩,৬৩৪ কোটি।

এই বিশাল অঙ্ক তিন ভাগে ভাগ করা হয়েছে: অংশগ্রহণ ফি, পারফরম্যান্স বোনাস এবং বাজারমূল্যের ভিত্তিতে আয় (মার্কেট পুল)।
প্রতিটি অংশগ্রহণকারী ক্লাব পাচ্ছে প্রায় ২৫৬ কোটি টাকা। যারা গ্রুপ পর্বে ভালো খেলেছে, যেমন ৮টি জয় পেলে, তারা পাবে আরও প্রায় ২৩১ কোটি টাকা। এরপর আছে নকআউট পর্বের বোনাস—যেখানে শেষ ষোলো থেকে ফাইনাল পর্যন্ত জয় পেলে পাওয়া যাবে ৮৮২ কোটি টাকার বেশি। র‍্যাঙ্কিং বোনাস হিসেবে অতিরিক্ত ১৩৬ কোটি।

এই সব মিলিয়ে একটি ক্লাব চ্যাম্পিয়নস লিগ জিতলে আয় করতে পারে সর্বোচ্চ ১৫০৬ কোটি টাকা (মার্কেট পুল বাদে)। তবে জনপ্রিয়তা ও সম্প্রচারমূল্য বেশি হলে ক্লাবগুলো মার্কেট পুল থেকেও বড় অঙ্ক পায়, যা বাড়িয়ে দেয় মোট আয়—যেটা হতে পারে প্রায় ১৬৫৪ কোটি টাকা পর্যন্ত।

এই অর্থই ব্যাখ্যা করে দেয়, কেন ক্লাবগুলো মরিয়া হয়ে লড়াই চালায় ইউরোপের শ্রেষ্ঠত্বের এই মঞ্চে।