ঢাকা   সোমবার ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

জুলা্ই মাসে রেমিট্যান্স বেড়ে করল নতুন রেকর্ড

জুলা্ই মাসে রেমিট্যান্স বেড়ে করল নতুন রেকর্ড

 চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে এসেছে ২৪৮ কোটি ডলারের রেমিট্যান্স, যা গত বছরের তুলনায় ৫৬ কোটি ৪১ লাখ ডলার বেশি। শতাংশের হিসাবে এই বৃদ্ধি ২৯.৪৮%।

২০২৪ সালের জুলাইয়ে রাজনৈতিক অস্থিরতা এবং সরকারবিরোধী আন্দোলনের মধ্যে ছাত্র-জনতা প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো থেকে বিরত থাকার আহ্বান জানায়। এর প্রভাবে ওই মাসে রেমিট্যান্স কমে দাঁড়ায় মাত্র ১৯১ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বৈধ চ্যানেলে দেশে পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩০.৩৩ বিলিয়ন ডলার (৩ হাজার ৩৩ কোটি ডলার), যা আগের বছরের তুলনায় ৬৪১ কোটি ডলার বা ২৬.৮২ শতাংশ বেশি।

রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির সঙ্গে সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসায় ২০২৫ সালের জুন শেষে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১.৭৭ বিলিয়ন ডলার, যা গত ২৮ মাসের মধ্যে সর্বোচ্চ।

বিপিএম ৬ পদ্ধতিতে হিসাব অনুযায়ী: রিজার্ভ দাঁড়িয়েছে ২৬.৭৪ বিলিয়ন ডলার।২০২৩ সালের জুনে আইএমএফের নির্দেশনায় এই পদ্ধতিতে হিসাব শুরু হয়। তখন রিজার্ভ ছিল ২৪.৭৫ বিলিয়ন ডলার।

দেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ ছিল ২০২১ সালের আগস্টে, ৪৮ বিলিয়ন ডলার। কিন্তু বিভিন্ন রাজনৈতিক-অর্থনৈতিক চাপে তা কমে আওয়ামী লীগ সরকারের শেষ দিকে ২০.৪৮ বিলিয়ন ডলারে নেমে আসে।

২০২৪ সালের ৮ মে, আইএমএফের সুপারিশে বাংলাদেশ ব্যাংক ‘ক্রলিং পেগ’ ব্যবস্থা চালু করে। একদিনেই ডলারের মধ্যবর্তী দর ৭ টাকা বাড়িয়ে ১১৭ টাকা নির্ধারণ করা হয়। এর পর থেকেই বৈধ চ্যানেলে রেমিট্যান্সে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা দেয়।

তবে জুলাই আন্দোলন, ব্যাংক বন্ধ এবং প্রবাসীদের রেমিট্যান্স শাটডাউনের ডাক এই প্রবাহে কিছুটা বাধা সৃষ্টি করে।