ঢাকা   সোমবার ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

অর্ধবার্ষিকে আয় বাড়িয়েছে সিটি ব্যাংক

অর্ধবার্ষিকে আয় বাড়িয়েছে সিটি ব্যাংক

সিটি ব্যাংক তাদের চলতি ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল–জুন) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে ও অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিনিয়োগকারী ও শেয়ার বিশ্লেষকদের সামনে ব্যাংকের আর্থিক প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে সিটি ব্যাংক। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সিটি ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৩ পয়সা, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ১ টাকা ৮৫ পয়সা। 

তিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির সমন্বিত কর–পরবর্তী মুনাফা হয়েছে ৩০১ কোটি ১১ লাখ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ২৪৯ কোটি ৫১ লাখ টাকা। 

সিটি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মো. মাহবুবুর রহমান অনুষ্ঠানে আর্থিক প্রতিবেদনের নানা দিক বিস্তারিতভাবে বর্ণনা করেন। পাশাপাশি তিনি ব্যাংকের সাম্প্রতিক কৌশলগত অবস্থান ও ভবিষ্যত পরিকল্পনার কথা জানান। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং প্রধান মেসবাউল আসীফ সিদ্দিকী, উপব্যবস্থাপনা পরিচালক ও ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স প্রধান এ কে এম সায়েফ উল্লাহ কাউসার ও ঋণ ঝুঁকি কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আলম। অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীরা বিভিন্ন ধরনের প্রশ্ন করেন এবং প্যানেল আলোচকেরা এসব প্রশ্নের উত্তর দেন।