
‘ডনকে ধরা কঠিনই নয়, অসম্ভব’—অমিতাভ বচ্চন অভিনীত ‘ডন’ ছবির এই সংলাপ সত্তরের দশকে ভারতের তরুণদের মুখে মুখে ফিরত। সেই ‘ডন’ ছবির পরিচালক চন্দ্র বারোট আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ রোববার মুম্বাইয়ের গুরু নানক হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৬ বছর।
পরিচালকের স্ত্রী দীপা বারোট সংবাদমাধ্যমকে জানান, চন্দ্র বারোট সাত বছর ধরে পালমোনারি ফাইব্রোসিসে ভুগছিলেন। শ্বাসকষ্টজনিত জটিল রোগের কারণে তিনি একাধিকবার হাসপাতালে ভর্তি হন। সর্বশেষ গুরু নানক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, এর আগে তাঁকে জসলোক হাসপাতালেও ভর্তি করা হয়েছিল।
চন্দ্র বারোটের জন্ম ও বেড়ে ওঠা তানজানিয়ায়। কর্মজীবনের শুরুতে তিনি ব্যাংকে কাজ করতেন। পরে ভারতে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেন। প্রয়াত অভিনেতা-পরিচালক মনোজ কুমারের পরামর্শে বিনোদনজগতে পা রাখেন। শুরুতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন ‘পূরব অর পশ্চিম’, ‘ইয়াদগার’, ‘শোর’, ‘রোটি কাপড়া অর মকান’—এসব জনপ্রিয় ছবিতে। উল্লেখযোগ্য বিষয়, এই ছবিগুলোর নায়ক মনোজ কুমারও চলতি বছরই মারা গেছেন।
১৯৭৮ সালে চন্দ্র বারোট পরিচালনা করেন তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডন’। সেলিম-জাভেদের লেখা চিত্রনাট্যে নির্মিত অমিতাভ বচ্চন অভিনীত ছবিটি মুক্তির পরপরই তুমুল জনপ্রিয়তা পায়। একদিকে দারুণ সংলাপ, অন্যদিকে উত্তেজনাপূর্ণ কাহিনি—সব মিলিয়ে ‘ডন’ হয়ে ওঠে বলিউডের কাল্ট ক্ল্যাসিক। ছবির ‘খাইকে পান বানারাসওয়ালা’ গানটি আজও জনপ্রিয়। এই ছবির ভিত্তিতেই পরে শাহরুখ খানকে নিয়ে রিমেক হয় (২০০৬), যা নতুন প্রজন্মের কাছেও সমানভাবে সমাদৃত।
তুলনামূলক কম আলোচিত হলেও চন্দ্র বারোট বাংলা ছবিও পরিচালনা করেছিলেন। অবাঙালি হয়েও ‘আশ্রিতা’ ছবিতে বাংলা সমাজ ও সংস্কৃতিকে যে সংবেদনশীলতা তিনি পর্দায় তুলে ধরেছিলেন, তা বাঙালি দর্শকদেরও হৃদয়ে জায়গা করে নেয়। পরিচালনার বাইরে চন্দ্র বারোট কিছু প্রযোজনার কাজ করেছিলেন এবং থিয়েটার–জগতেও যুক্ত ছিলেন। তবে ‘ডন’–এর পর আর তেমনভাবে পরিচালনায় সক্রিয় ছিলেন না।
চন্দ্র বারোটের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। অমিতাভ বচ্চন, জাভেদ আখতারসহ অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় জাভেদ আখতার লেখেন, ‘যদি চন্দ্র বারোট সাহস না দেখাতেন, হয়তো “ডন” ছবিটা কখনোই হতো না।’
‘ডনকে ধরা কঠিনই নয়, অসম্ভব’—এই সংলাপের মতোই চন্দ্র বারোট নিজে আজ চলচ্চিত্র ইতিহাসে এক অসম্ভব অর্জনের নাম হয়ে থাকবেন।