
নেত্রকোণা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ -৫ পেয়েছে রওনক রূহানী যিদনী।
রওনক রূহানী যিদনী বলেন, সে তার মা খন্দকার রোমা আক্তারের অক্লান্ত পরিশ্রমে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন।
রওনক রূহানী যিদনীর মা নেত্রকোণার রাজু’র বাজার কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা পেশায় আছেন।
রওনক রূহানী যিদনী'র মায়ের স্বপ্ন ছেলেকে বুয়েটে পড়াতে আর যিদনী মেডিক্যালে পড়তে আগ্রহী।
রওনক রূহানী যিদনী পড়াশোনার পাশাপাশি আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের বিএনসিসিতে অংশ গ্রহণ করেছিল।