ঢাকা   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

চীনের বিরল খনিজে বাধ্য যুক্তরাষ্ট্র, শিক্ষার্থীদের পড়ার সুযোগ মিলবে: ট্রাম্প

চীনের বিরল খনিজে বাধ্য যুক্তরাষ্ট্র, শিক্ষার্থীদের পড়ার সুযোগ মিলবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে, যেখানে চীনের বিরল খনিজ ও চুম্বক সরবরাহ নিশ্চিত হলে চীনের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর ৫৫ শতাংশ শুল্ক আরোপ করবে, যার মধ্যে পাল্টা শুল্ক ১০ শতাংশ এবং ফেন্টানিল পণ্য পাচারের জন্য ২০ শতাংশ শুল্ক রয়েছে। অন্যদিকে চীন যুক্তরাষ্ট্রের পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপ করবে।

ট্রাম্প বলেন, চীন বিরল খনিজ সরবরাহ করবে এবং যুক্তরাষ্ট্র চীনকে নানা সুবিধা দেবে, যার মধ্যে রয়েছে চীনা শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ। এই চুক্তি দুই দেশের প্রেসিডেন্টের অনুমোদনের পর কার্যকর হবে।

বাণিজ্যিক উত্তেজনা কমাতে এই কাঠামোগত সমঝোতা হলেও দীর্ঘমেয়াদে দুই দেশের সম্পর্ক কতটা স্থিতিশীল হবে, তা অনিশ্চিত। চীনের খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ ও ট্রাম্প প্রশাসনের প্রযুক্তিপণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞার কারণে আগে সম্পর্ক ঝামেলায় পড়েছিল।

ট্রাম্পের শুল্কনীতি বিশ্ববাজারে অস্থিরতা ও পণ্যজটের সৃষ্টি করলেও এবার এই চুক্তির মাধ্যমে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।