শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড তাদের স্থগিত থাকা ৩৮তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) নতুন তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, রবিবার (১৪ ডিসেম্বর) এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসই সূত্র অনুযায়ী, কোম্পানিটির ৩৮তম এজিএম আগামী ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। সভার সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১১টা। এর আগে গত ৩ ডিসেম্বর ২০২৫ তারিখে পূর্বনির্ধারিত এজিএম স্থগিত করেছিল দুলামিয়া কটন।
এবারও কোম্পানিটি হাইব্রিড পদ্ধতিতে এজিএম আয়োজন করবে। শেয়ারহোল্ডাররা সরাসরি উপস্থিত হয়ে অথবা অনলাইনে—উভয়ভাবেই সভায় অংশ নিতে পারবেন। ফিজিক্যাল ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে অ্যাঙ্কর টাওয়ার (৫ম তলা), ১০৮, বীর উত্তম সি. আর. দত্ত রোড, ঢাকা-১২০৫। পাশাপাশি ভার্চুয়াল অংশগ্রহণের জন্য নির্ধারিত ডিজিটাল প্ল্যাটফর্মের লিংকও সরবরাহ করা হয়েছে।
এজিএমে ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ডিভিডেন্ডসহ অন্যান্য এজেন্ডা শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। আলোচ্য অর্থবছরের জন্য দুলামিয়া কটন সাধারণ শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৪–২৫ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২৫ পয়সা, যা আগের বছর ছিল ৪১ পয়সা। তবে ইতিবাচক দিক হলো, আলোচ্য বছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ৪১ পয়সা, যেখানে আগের বছর তা ছিল মাইনাস ৪০ পয়সা।
অন্যদিকে, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) মাইনাস ৩৯ টাকা ৮৩ পয়সা হয়েছে, যা আগের বছরের তুলনায় সামান্য উন্নতি নির্দেশ করে। বাজার সংশ্লিষ্টদের মতে, এজিএমের নতুন তারিখ ঘোষণায় শেয়ারহোল্ডারদের দীর্ঘদিনের অনিশ্চয়তা কিছুটা হলেও কাটবে।
























