ঢাকা   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

"বরিশালে জাপা অফিসে হামলা, মামলায় প্রধান আসামি নুরুল হক"

গ্রামবাংলা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:১৮, ৪ জুলাই ২০২৫

সর্বশেষ

বরিশালে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বরিশালের একটি আদালত কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এই নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী ও জাতীয় পার্টির বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল জলিল এসব তথ্য জানিয়েছেন।

মামলার প্রধান আসামি করা হয়েছে নুরুল হককে। এ ছাড়া সাধারণ সম্পাদক রাশেদ খান, বরিশাল জেলা সভাপতি এইচ এম শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচ এম হাসান, মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ ২৫ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

বাদীপক্ষের অভিযোগ, গত ৩১ মে রাতে বরিশাল নগরের ফকিরবাড়ি সড়কে জেলা ও মহানগর জাতীয় পার্টির কার্যালয়ে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করেন। ঘটনার পর জাতীয় পার্টির পক্ষ থেকে মামলার জন্য কোতোয়ালি মডেল থানায় গেলে পুলিশ তা গ্রহণ করেনি। পরে আদালতের শরণাপন্ন হন জাতীয় পার্টির স্থানীয় নেতা–কর্মীরা।

বাদীপক্ষের আইনজীবী জানান, আদালত মামলাটি গ্রহণ করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশনার পর কাগজপত্র কোতোয়ালি থানায় পাঠানো হয়েছে। থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ডলি আক্তার আদালতের আদেশ গ্রহণ করেছেন।

তবে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘জাতীয় পার্টির পক্ষ থেকে মামলার কোনো কাগজপত্র এখনো হাতে পাইনি। ডিউটি অফিসার যদি গ্রহণ করে থাকেন, তাহলে আমরা তা হাতে পাব।’

গণ অধিকার পরিষদের বরিশাল মহানগর কমিটির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, ‘জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুরের ঘটনায় আদালতে মামলা করার বিষয়টি আমাদের জানা নেই। তবে এমন কিছু হয়ে থাকলে আইনগতভাবেই তা মোকাবিলা করা হবে।’

প্রসঙ্গত, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলার প্রতিবাদে ৩১ মে বিকেলে বরিশাল নগরে একটি মিছিল বের করেন দলীয় নেতা-কর্মীরা। এ সময় গণ অধিকার পরিষদের কর্মীদের বিরুদ্ধে ওই মিছিলে হামলার অভিযোগ ওঠে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই দিন রাত ৯টার দিকে নগরের ফকির বাড়ি সড়কে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান, মহাসচিবসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল।

সর্বশেষ