
মৌলভীবাজার সীমান্ত দিয়ে আবারও পুশইন করলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার ভোরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে ৪৮ জন ও শ্রীমঙ্গল কাকমারা সীমান্ত দিয়ে ২৩ জন বাংলাদেশিকে পুশইন করা হয়। আটককৃতদের, মধ্যে নারী,পুরুষ ও জন শিশু রয়েছে।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, এরা ৬ মাস থেকে ১৭ বছর আগে চিকিৎসা ও কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি বিএসএফ তাদের পুশইন করে। এ নিয়ে মৌলভীবাজার জেলায় পুশইনের ঘটনায় মোট ৫৩৪ জনকে আটক করেছে বিজিবি। এদিকে বিজিবি জানিয়েছে আটককৃতদের পরিচয় নিশ্চিত করে স্বজনদের কাছে হস্তান্তর করবে পুলিশ।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ও বরলেখা থানার ওসি আবদুল কাইয়ূম বলেন, ‘ভোরবেলা বিজিবি থেকে বিষয়টি আমাকে জানানো হয়েছে। আমাদের কাছে এখনো হস্তান্তর করা হয় নি। আমাদের কাছে হস্তান্তর করলে নাম ঠিকানা জানা যাবে। পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।