শুষ্ক, দুর্বল বা সহজেই ভেঙে যাওয়া নখ শরীরের ভেতরে লুকিয়ে থাকা পুষ্টিহীনতারই ইঙ্গিত দেয়—এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। শুধুমাত্র আবহাওয়া বা পানিদূষণ নয়, বরং সুষম খাদ্যাভ্যাসের অভাবই সবচেয়ে বেশি প্রভাব ফেলে নখের ওপর। নিউইয়র্কের খ্যাতনামা ত্বক বিশেষজ্ঞ ড. ডানা স্টার্ন বলেন, “নখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভিটামিন ও খনিজ উপাদান আছে, যেমন: বি, সি, ই, এ, বায়োটিন, আয়রন, জিংক ও ম্যাগনেশিয়াম।” এসব উপাদানের সঠিক ভারসাম্য শরীরে বজায় রাখতে পারলে নখ হয় স্বাস্থ্যোজ্জ্বল ও মজবুত।