মহানবী (সা.) কীভাবে কথা বলতেন
মহানবী (সা.)-এর যে বক্তব্য বিশুদ্ধ সনদে আমাদের কাছে পৌঁছেছে—হোক সংক্ষিপ্ত বা দীর্ঘ, তা সুন্দরতম অভিব্যক্তি, শব্দ ও মর্মে অলংকারপূর্ণ, চিন্তার সৌন্দর্যসহ ভাষা-সাহিত্যের সব বিচারে মানবজাতির জন্য দৃষ্টান্ত ছিল। তাঁর ভাষা ছিল জাওয়ামিউল কালিম (সংক্ষিপ্ত বাক্যে বিস্তৃত মর্ম ব্যক্ত করা), প্রজ্ঞার রত্ন, অন্তরদৃষ্টি, শরিয়তের সুষমা, বিরল দৃষ্টান্ত, অতুলনীয় উপমা, ঐশী জ্ঞানের ধারক। তাঁর পবিত্র মুখনিসৃত শব্দ-বাক্যগুলো ছিল গভীরতাসম্পন্ন অথচ সহজবোধ্য, খুবই হৃদয়গ্রাহী এবং প্রাণবন্ত।