সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-তে সূচকের সামান্য ইতিবাচকতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আগের দিনের ২২ পয়েন্টের পতন কাটিয়ে সূচক কিছুটা বেড়েছে, তবে বাজারের গভীরতা দুর্বল থাকায় বিশ্লেষকরা এটিকে টেকসই উন্নতি হিসেবে মনে করছেন না। আজ টাকার অঙ্কে লেনদেন ৩.৫ মাসের মধ্যে সর্বনিম্ন, যা বিনিয়োগকারীদের আগ্রহ কমে যাওয়ার ইঙ্গিত দেয়।