দেশের ব্যাংক খাতে এক বড় পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে। সংকটে থাকা পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করার প্রক্রিয়া চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশের আওতায় এ পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক।