ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এসকিউ ব্রোকারেজ হাউস লিমিটেডের ট্রেডিং রাইট বাতিল করেছে। প্রতিষ্ঠানটির ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) বাতিলের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিধিমালা লঙ্ঘন।
ডিএসই জানায়, এসকিউ ব্রোকারেজ হাউস লিমিটেড বিএসইসি থেকে স্টক ডিলার ও ব্রোকার হিসেবে নিবন্ধন সনদ পাওয়ার পরও নির্ধারিত সময়ে কার্যক্রম শুরু করতে ব্যর্থ হয়। বিধিমালা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম শুরু না করলে ট্রেডিং রাইট বাতিল করার সুযোগ থাকে। সেই অনুযায়ী ডিএসই আজ এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে।
বাজার বিশ্লেষকরা মনে করেন, ট্রেডিং রাইট ইস্যুর পর কার্যক্রম শুরু না করা ব্রোকার বাজারের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। নিষ্ক্রিয় ও অকার্যকর ব্রোকারেজ প্রতিষ্ঠান বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলে। ডিএসইর এই কঠোর সিদ্ধান্ত শেয়ারবাজারে নিয়মশৃঙ্খলা নিশ্চিত করার পাশাপাশি নতুন ব্রোকারেজ হাউজদের জন্য একটি স্পষ্ট বার্তা দিচ্ছে—নিবন্ধন পাওয়ার পর বাস্তব কার্যক্রম শুরু করা বাধ্যতামূলক।
























