ঢাকা   বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমে গেল শাশা ডেনিম

‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমে গেল শাশা ডেনিম

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিম তাদের শীর্ষ ‘এ’ ক্যাটাগরির অবস্থান হারিয়ে নেমে যাচ্ছে ‘বি’ ক্যাটাগরিতে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আগামী ২৪ ডিসেম্বর থেকে কোম্পানিটি নতুন ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। মূলত ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য পরিচালনা পর্ষদ ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করায় এই অবনমন ঘটেছে।

শেয়ারবাজারের নিয়ম অনুযায়ী, সাধারণত ১০ শতাংশ বা তার বেশি ডিভিডেন্ড প্রদানকারী কোম্পানিগুলো ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করে। কিন্তু শাশা ডেনিম কাঙ্ক্ষিত ডিভিডেন্ড দিতে ব্যর্থ হওয়ায় তাদের ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে কোম্পানির শেয়ার লেনদেনের ক্ষেত্রে নতুন নিয়ম-কানুন কার্যকর হবে, বিশেষ করে মার্জিন ঋণ সুবিধা ও সেটেলমেন্ট সাইকেলে বিনিয়োগকারীদের ‘বি’ ক্যাটাগরির নীতিমালা অনুসরণ করতে হবে।

বিনিয়োগকারীদের দীর্ঘদিনের প্রত্যাশা থাকা সত্ত্বেও ৫ শতাংশ ডিভিডেন্ড প্রদানের মাধ্যমে কোম্পানিটি তাদের আর্থিক দুর্বলতা প্রকাশ করেছে। বাজার বিশ্লেষকদের মতে, এই অবনমন কোম্পানিটির ইমেজে প্রভাব ফেলতে পারে এবং শেয়ারের চাহিদাতেও পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে।