ঢাকা   বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

২৩ ডিসেম্বর লেনদেনে শীর্ষ ১০ শেয়ার

২৩ ডিসেম্বর লেনদেনে শীর্ষ ১০ শেয়ার

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের তালিকায় শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। দিনশেষে কোম্পানিটির মোট ২৬ কোটি ৪৪ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা বাজারে বিনিয়োগকারীদের শক্ত আগ্রহের প্রতিফলন।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৫৮ লাখ ৩২ হাজার টাকার। তৃতীয় স্থানে উঠে এসেছে কে অ্যান্ড কেউ, যার শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ কোটি ৯৩ লাখ ৬০ হাজার টাকা।

ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে রহিম টেক্সটাইল, শাহজীবাজার পাওয়ার, মুন্নু ফেব্রিক্স, রহিমা ফুড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিল ও খান ব্রাদার্স। এসব কোম্পানির শেয়ারে সক্রিয় লেনদেন বাজারে তারল্য ও বিনিয়োগকারীদের অংশগ্রহণের ইতিবাচক চিত্র তুলে ধরেছে।