ঢাকা   বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

ক্রাউন সিমেন্টের ২১% ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন

ক্রাউন সিমেন্টের ২১% ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন

দেশের শীর্ষস্থানীয় সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্রাউন সিমেন্ট পিএলসির ঘোষিত ক্যাশ ডিভিডেন্ডে শেয়ারহোল্ডারদের সবুজ সংকেত মিলেছে। ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য পরিচালনা পর্ষদের প্রস্তাবিত ২১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সোমবার (২২ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির ৩১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়। কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এজিএমে ক্রাউন সিমেন্ট পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে শেয়ারহোল্ডাররা ২০২৪–২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী, নিরীক্ষকের প্রতিবেদন ও পরিচালনা পর্ষদের প্রতিবেদন অনুমোদন করেন। সভায় কোম্পানির সার্বিক আর্থিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়, যা বিনিয়োগকারীদের আস্থাকে আরও দৃঢ় করেছে।

বার্ষিক সাধারণ সভায় আগামী ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হতে যাওয়া অর্থবছরের জন্য সংবিধিবদ্ধ নিরীক্ষক ও করপোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগ এবং তাঁদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়। পাশাপাশি পরিচালকদের নির্বাচন ও পুনর্নির্বাচনের বিষয়েও শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়া হয়।

ডিজিটাল এজিএমে ভার্চুয়ালি যুক্ত ছিলেন কোম্পানির ভাইস-চেয়ারম্যান মো. আলমগীর কবির, ব্যবস্থাপনা পরিচালক মোল্লাহ মোহাম্মদ মজনু এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান মোল্লাহ। এছাড়া পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, সোলাইমান কবির, মুশাররাত মহজাবিনসহ স্বতন্ত্র পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোম্পানির সিনিয়র জিএম ও কোম্পানি সচিব এম মোজাহারুল ইসলাম।