ঢাকা   বৃহস্পতিবার ০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২

ডিসেম্বরে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়াল, রিজার্ভ উঠল তিন বছরের সর্বোচ্চে

অর্থ ও বাণিজ্য

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:০৮, ৩১ ডিসেম্বর ২০২৫

সর্বশেষ

ডিসেম্বরে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়াল, রিজার্ভ উঠল তিন বছরের সর্বোচ্চে

চলতি ডিসেম্বর মাসে প্রবাসী আয়ে বড় উল্লম্ফন ঘটেছে। মাসের প্রথম ২৯ দিনেই দেশে এসেছে ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স, যা দেশের ডলার সংকট কাটাতে বড় ভূমিকা রেখেছে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ডলার কিনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়িয়েছে উল্লেখযোগ্যভাবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের ২৯ দিনে দেশে এসেছে ৩০৪ কোটি ডলার বা ৩ দশমিক ০৪ বিলিয়ন ডলারের প্রবাসী আয়। এর ফলে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।

এর আগে সর্বশেষ ২০১৭ সালে রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল। পরে ২০২১ সালে তা বেড়ে সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছায়। তবে আওয়ামী লীগ সরকারের পতনের সময় রিজার্ভ নেমে আসে প্রায় ২৬ বিলিয়ন ডলারে।

রেমিট্যান্সে টানা ইতিবাচক ধারা

বাংলাদেশ ব্যাংক জানায়, গত বছরের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই প্রবাসী আয়ে ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে।

 চলতি বছরের মার্চে একক মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স আসে
 ডিসেম্বরে আবারও তা ৩০০ কোটি ডলার ছাড়িয়েছে

২০২৪–২৫ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে এসেছে মোট ৩ হাজার ৩৩ কোটি ডলারের রেমিট্যান্স, যেখানে আগের অর্থবছরে এসেছিল ২ হাজার ৩৯১ কোটি ডলার।

 রিজার্ভ বাড়াতে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক

রেমিট্যান্স প্রবাহ বাড়ায় বাজার থেকে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (সর্বশেষ দিন) নিলামের মাধ্যমে ৭টি ব্যাংক থেকে ৮ কোটি ৯০ লাখ ডলার কেনা হয়েছে।

 প্রতি ডলার কেনা হয়েছে ১২২ টাকা ৩০ পয়সা দরে
 চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে মোট কেনা হয়েছে ৩.১৩ বিলিয়ন ডলার
 শুধু ডিসেম্বরেই কেনা হয়েছে ১ বিলিয়ন ডলারের বেশি

ফলে গতকাল রিজার্ভ দাঁড়িয়েছে—
 মোট রিজার্ভ: ৩৩.১৮ বিলিয়ন ডলার
 বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ: ২৮.৫১ বিলিয়ন ডলার

 গভর্নরের বক্তব্য

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন—

“ডিসেম্বর শেষে রিজার্ভ ৩৪ থেকে ৩৫ বিলিয়ন ডলারে পৌঁছাবে।
আন্তর্জাতিক ঋণের ওপর নির্ভর না করে নিজস্ব উৎস থেকেই ডলার সংগ্রহ করা হচ্ছে—এটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।”
 

অর্থনীতিবিদদের মতে—
 প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি
 বৈধ চ্যানেলে রেমিট্যান্স বাড়া
 কেন্দ্রীয় ব্যাংকের সক্রিয় ডলার কেনা

এই তিনটি কারণে রিজার্ভ আবার স্বস্তিদায়ক অবস্থানে ফিরছে। তবে দীর্ঘমেয়াদে এই ধারা ধরে রাখতে হলে রেমিট্যান্স প্রবাহ স্থায়ী করা ও রপ্তানি আয় বাড়ানো জরুরি।

সর্বশেষ