ঢাকা   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

কক্সবাজারের উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

গ্রামবাংলা

প্রতিনিধি, কক্সবাজার

প্রকাশিত: ২৩:০২, ১০ জুলাই ২০২৫

কক্সবাজারের উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় ট্রাক্টর দিয়ে জমি চাষের সময় খুঁটি থেকে তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্টে এক চালকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার দুপুরে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পুকুরিয়া জামতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন।

মৃত্যু হওয়া মোহাম্মদ শাহাবুদ্দিন (৩০) একই এলাকার নুরুল বশরের ছেলে।

স্থানীয়দের বরাতে আরিফ হোছাইন বলেন, দুপুরে শাহাবুদ্দিন ট্রাক্টর দিয়ে নিজের জমি চাষ উপযোগী করছিলেন। এক পর্যায়ের জমির পাশে থাকা খুঁটি থেকে একটি বৈদ্যুতিক তার ছিড়ে ট্রাক্টরের উপর পড়ে। এতে শাহাবুদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হন। 

ওসি বলেন, পরে ঘটনাটি দেখতে পেয়ে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান মুহাম্মদ আরিফ হোছাইন।