ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

প্রাথমিকে কোটা ছাড়া আসছে বড় নিয়োগ, থাকছে মেধা ভিত্তিক নির্বাচন

চাকরি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:৫৬, ৫ মে ২০২৫

প্রাথমিকে কোটা ছাড়া আসছে বড় নিয়োগ, থাকছে মেধা ভিত্তিক নির্বাচন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হতে ইচ্ছুকদের জন্য আসছে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। সবকিছু ঠিক থাকলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নতুন নিয়োগ হবে ২০২৫ সালের শিক্ষক নিয়োগ বিধিমালা অনুযায়ী, যেখানে বাতিল হচ্ছে নারী ও পোষ্য কোটা। এবার ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ হবে শুধুই মেধার ভিত্তিতে।

বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রায় ৮ হাজার ৪৩টি শূন্য পদ রয়েছে, যা বিজ্ঞপ্তি প্রকাশের সময় বেড়ে ১০ থেকে ১২ হাজারে পৌঁছাতে পারে। এর পাশাপাশি সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের জন্য নিয়োগ দেওয়া হবে আরও ৫ হাজার ১৬৬ শিক্ষক। এছাড়া প্রায় ৩০ হাজার শিক্ষক পদোন্নতি পেলে সেই স্থানগুলোতেও নতুন নিয়োগের সুযোগ সৃষ্টি হবে।

নতুন নিয়োগ বিধিমালার অনুমোদন প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। এখন এটি রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। সেখান থেকে অনুমোদন পাওয়ার পর অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও সরকারি কর্ম কমিশনের মতামত গ্রহণ শেষে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে। প্রজ্ঞাপন প্রকাশের পরদিনই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি শুরু হবে।

২০১৯ সালের পুরনো বিধিমালায় ৬০% নারী কোটা, ২০% পোষ্য কোটা এবং ২০% পুরুষ কোটা ছিল। নতুন বিধিমালায় এসব কোটা থাকবে না। তবে ২০ শতাংশ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বাকি ৭ শতাংশ কোটায় থাকবে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের নাগরিকরা।

এছাড়া সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতার বিষয়ও নতুন বিধিমালায় চূড়ান্ত করা হয়েছে। দেশজুড়ে ২,৫৮৩টি ক্লাস্টারে এই দুই বিষয়ের জন্য একজন করে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। প্রতিটি ক্লাস্টার গঠিত হবে ২০ থেকে ২৫টি বিদ্যালয় নিয়ে, ফলে প্রতিটি ক্লাস্টারে দুজন করে (একজন সংগীত ও একজন শারীরিক শিক্ষা) শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।