ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

১৯৮ পদে নিয়োগ দেবে কৃষি গবেষণা ইনস্টিটিউট

চাকরি

চাকরি ডেস্ক

প্রকাশিত: ১০:২১, ২৮ সেপ্টেম্বর ২০২৩

১৯৮ পদে নিয়োগ দেবে কৃষি গবেষণা ইনস্টিটিউট

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে ২৮ ক্যাটাগরির পদে ১৯৮ জন নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামী শনিবার। এ প্রতিষ্ঠানে ২৮ ক্যাটাগরির পদে ৫ম থেকে ২০তম গ্রেডে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

যেসব পদে নিয়োগ
১৯৮ পদের মধ্যে সিস্টেম অ্যানালিস্ট ১ জন, প্রোগ্রামার ১ জন, অ্যাসিস্ট্যান্ট মেইনট্যানেন্স ইঞ্জিনিয়ার ১, বৈজ্ঞানিক কর্মকর্তা ৩২ জন, বৈজ্ঞানিক কর্মকর্তা (কৃষি অর্থনীতি) ২ জন, বৈজ্ঞানিক কর্মকর্তা (কৃষি প্রকৌশল) ২ জন, বৈজ্ঞানিক কর্মকর্তা (ফুড টেকনোলজি) ৪ জন, বৈজ্ঞানিক কর্মকর্তা (পরিসংখ্যান) ২ জন, এস্টিমেটর ১ জন, পরিবহন কর্মকর্তা ১ জন, বৈজ্ঞানিক সহকারী ৩৫ জন, কম্পিউটার অপারেটর ২ জন, অফিস সহকারী কাম হিসাবরক্ষক ৮ জন ও অফিস সহকারী ৭ জন নেওয়া হবে।

এ ছাড়া স্টোরকিপার কাম অফিস সহকারী ১ জন, ভান্ডাররক্ষক ৯ জন, ইলেকট্রিশিয়ান ৩ জন, বুলডোজার ড্রাইভার ১ জন, গাড়িচালক ৭ জন, ট্রাক্টর ড্রাইভার ২ জন, পাওয়ারটিলার ড্রাইভার ২ জন, ম্যাশন ১ জন, প্লাম্বার ২ জন, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট ১৪ জন, প্রিপেয়ারার ২ জন, ক্যাশ সরকার ১ জন, সহকারী বাবুর্চি ১ জন, রুম অ্যাটেনডেন্ট ১ জন, চেইনম্যান ১ জন, হ্যামারম্যান ১ জন, অফিস সহায়ক ১৬ জন ও নিরাপত্তা প্রহরী ৩৪ জন নেওয়া হবে।

যেভাবে আবেদন
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফিসহ নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৩।

শেয়ার বিজনেস24.কম