facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ জুলাই শনিবার, ২০২৪

Walton

হোটেল-রেস্তোরাঁয় বিয়ের অনুষ্ঠানে জনপ্রতি ৫০ টাকার কর প্রস্তাব


১২ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার, ০৫:২৩  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


হোটেল-রেস্তোরাঁয় বিয়ের অনুষ্ঠানে জনপ্রতি ৫০ টাকার কর প্রস্তাব

হোটেল-রেস্তোরাঁয় বিয়ে, জন্মদিনসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আয়োজনে অতিথিদের ওপর করারোপের প্রস্তাব দিয়েছে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)।

সংস্থাটির মতে, হোটেল-রেস্তোরাঁয় বিয়ে, জন্মদিনসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রতি জনের জন্য ৫০ টাকা হারে অগ্রিম করারোপের প্রস্তাব দেয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে দেয়া বাজেট প্রস্তাবে এসব কথা বলেছে সংস্থাটি।

তারা বলেছে, ব্যবসায়িক উদ্দেশ্য ছাড়া হোটেল, রেস্তোরাঁ বা কমিউনিটি সেন্টারে সামাজিক অনুষ্ঠান, বিয়ে, বৌভাত, জন্মদিন বা বিবাহবার্ষিকীতে ১০০ জনের বেশি অতিথি আপ্যায়নে প্রতি ৫০ টাকা হারে অগ্রিম আয়কর আরোপের বিধান করা যেতে পারে।

প্রস্তাবের যুক্তি হিসেবে সংগঠনটি বলেছে, এই প্রক্রিয়ায় আয়কর নথি নেই, এমন করদাতাদের আয়করের আওতায় আনা সম্ভব হবে। ফলে বাড়বে কর আদায়। আইসিএমএবি বলছে, যাদের আয়কর নথি আছে, তারা পরিশোধিত অগ্রিম আয়করের ক্রেডিট নিতে পারবেন বলে বাড়তি করের চাপ পড়বে না। করযোগ্য আয় না থাকলে বা কম থাকলে অতিরিক্ত অর্থ ফেরতযোগ্য হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: