ঢাকা   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

লভ্যাংশ ঘোষণা করেছে এমবি ফার্মা

শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৪, ৮ জুন ২০২১

লভ্যাংশ ঘোষণা করেছে এমবি ফার্মা

শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটি ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

মঙ্গলবার (৮ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫২ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ১ টাকা ৪০ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ১০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ জুলাই সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট ২৮ জুন নির্ধারণ করা হয়েছে।

শেয়ার বিজনেস24.কম