ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ওয়ার্ল্ডকব পুরস্কার পেলেন আজদি ট্রিমসের এমডি

কর্পোরেট

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১:০১, ২৮ মে ২০২৩

ওয়ার্ল্ডকব পুরস্কার পেলেন আজদি ট্রিমসের এমডি

দ্য ওয়ার্ল্ড কনফেডারেশন অব বিজনেস (ওয়ার্ল্ডকব) পুরস্কার পেলেন আজদি ট্রিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আল শাহরিয়ার আহমেদ।

২৫ থেকে ২৮ মে কাজাখস্তানের শেরাটন হোটেলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করে ওয়ার্ল্ডকব। এ অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিশ্বব্যাপী ১০০’র বেশি অংশগ্রহণকারী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ৪০টিরও বেশি দেশের ১০০টিরও বেশি কোম্পানি বিভিন্ন শিল্পে তাদের কৃতিত্ব ও শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেছে।

আজদি ট্রিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেন। আজদি ট্রিমস লিমিটেড প্রথম লেবেলিং কোম্পানি ওয়ার্ল্ডকব কনফেডারেশন অব বিজনেসের এ মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জনকারী প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে শাহরিয়ার বলেন, এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য আমাদের কোম্পানিকে বেছে নেওয়ায় আমি ওয়ার্ল্ডকবের জুরি সদস্যদের ধন্যবাদ জানাতে চাই। আমাদের কোম্পানির সব কর্মী ও কর্মচারীদেরও বিশেষ ধন্যবাদ। তারা আমাদের কোম্পানিকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য সর্বোত্তম সহায়তা ও প্রচেষ্টা প্রদান করে চলেছেন।

শেয়ার বিজনেস24.কম