ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ঐতিহাসিক ৭ মার্চ: মুক্তির সংগ্রামের প্রতিচ্ছবি

রাজনীতি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:১৯, ৭ মার্চ ২০২৫

ঐতিহাসিক ৭ মার্চ: মুক্তির সংগ্রামের প্রতিচ্ছবি

আজ ঐতিহাসিক ৭ মার্চ। ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) যে অবিস্মরণীয় ভাষণ দিয়েছিলেন, সেটিই পরবর্তী সময়ে বাঙালির স্বাধীনতার আন্দোলনের চূড়ান্ত রূপ নেয়।

লাখো মানুষের উপস্থিতিতে বঙ্গবন্ধু সেদিন ঘোষণা করেছিলেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” তাঁর এই ভাষণই বাঙালিকে মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতে প্রেরণা জুগিয়েছিল। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেসকো) ২০১৭ সালে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেয়।

১৯৭১ সালের সেই ভাষণে বঙ্গবন্ধু বাঙালির দীর্ঘ আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরার পাশাপাশি প্রতিরোধের ডাক দিয়েছিলেন। এরপর ২৬ মার্চ আসে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, এবং ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে অর্জিত হয় চূড়ান্ত বিজয়।

ভিন্ন বাস্তবতায় ৭ মার্চের আবহ

প্রতিবছর আওয়ামী লীগ ৭ মার্চ নানা আয়োজনে পালন করলেও এবার পরিস্থিতি ভিন্ন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। দলটির নেত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন এবং বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। শীর্ষ নেতাদের অনেকে পলাতক বা কারাগারে রয়েছেন।

স্বাধীনতার অগ্নিশিখা জাগ্রত করা ৭ মার্চ আজও বাঙালির প্রেরণার উৎস। ইতিহাসের এই দিনটি নতুন প্রেক্ষাপটে নতুন বার্তা বহন করছে।

শেয়ার বিজনেস24.কম