facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৩ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৪

marcelbd

এমডি পদে ডিএসইতে যোগ দিলেন ড. এটিএম তারিকুজ্জামান


১৭ সেপ্টেম্বর ২০২৩ রবিবার, ০৬:০০  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


এমডি পদে ডিএসইতে যোগ দিলেন ড. এটিএম তারিকুজ্জামান

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন ড. এটিএম তারিকুজ্জামান। রোববার (১৭ সেপ্টেম্বর) তিনি এ পদে যোগ দেন। গত ৮ আগস্ট তার নিয়োগ অনুমোদন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

পুঁজিবাজারে ২৫ বছরেরও বেশি সময় কাজের অভিজ্ঞতা রয়েছে ড. এটিএম তারিকুজ্জামানের। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে এমকম ও সাউথ ইস্টার্ন ইউনিভার্সিটি (ইউকে ক্যাম্পাস) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। এরপর ১৯৯৭ সালে বিএসইসিতে উপ-পরিচালক হিসেবে যোগ দেন।

ড. তারিকুজ্জামান বিএসইসিতে চাকরিকালে ২০০৭-২০০৯ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নের ডেকিন ইউনিভার্সিটি থেকে মাস্টার অব ফিনান্সিয়াল প্লানিং (এমএফপি) ও মাস্টার্স অব প্রফেশনাল অ্যাকাউন্টিং (এমপিএ) অধ্যয়নের জন্য এইউএস এইড স্কলারশিপ লাভ করেন। পরবর্তী সময়ে নিউজিল্যান্ডের ওয়েলিংটনের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্সে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।

দেশ-বিদেশে শিক্ষকতা পেশায় ব্যাপক অভিজ্ঞতা রয়েছে ড. এটিএম তারিকুজ্জামানের। প্রফেশনাল মেম্বারশিপ হিসেবে তিনি সিপিএ (অস্ট্রেলিয়া), দ্য ইনস্টিটিউট অব ডিরেক্টরস (আইওডি) ও নিউজিল্যান্ড ইনকরপোরেশন থেকে দ্য ইনস্টিটিউট অব ফাইন্যান্স প্রফেশনালস নিউজিল্যান্ড আইএনসি ডিগ্রি অর্জন করেছেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শেয়ারবাজার -এর সর্বশেষ