বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিনিয়র প্রেস সচিব আশিক ইসলাম বলেছেন, সাংবাদিকরা কান্ট্রিম্যান হবেন, কিন্তু মাইম্যান হবেন না। সাংবাদিকরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশ ও সমাজ গঠনের দর্পণ। তবে সেই দর্পণ যেন অবতল বা উত্তল দর্পণে পরিনত না হয়। যেমনটি আমরা দেখেছি গত ফ্যাসিস্ট ও স্বৈরশাসনামলে। সাংবাদিকদের নিজেদের অধিকার নিজেদেরই অর্জন করার চেষ্টা করতে হবে।