১৯ নভেম্বর ২০১৬ শনিবার, ০৬:৫৭ পিএম
শেয়ার বিজনেস24.কম
বাইব্যাকে বিনিয়োগকারীদের কাছ থেকে ৬০০ কোটি ডলারের শেয়ার কিনছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সম্প্রতি বাজারে হঠাৎ পতনের পর কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে। খবর সিএনবিসির।
সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা শেয়ার কোম্পানি কর্তৃক পুনঃক্রয়ই বাইব্যাক।
মার্কিন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের প্রথম প্রান্তিকে এই শেয়ার ক্রয় শুরু হবে। ফেসবুকের পরিচালনা পর্ষদ ৬০০ কোটি ডলারের শেয়ার পুনঃক্রয়ের ঘোষণা দিয়েছে।
তবে শেয়ার ক্রয় কতদিন চলবে বা শেষ সময় কবে তা জানানো হয়নি।
এ খবরে কোম্পানিটির শেয়ার দর নাসডাকে শেষ কার্যদিবসে ১ শতাংশ বেড়ে যায়।
এ বছর কোম্পানির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে না- এমন খবরে গত কয়েকদিনে কোম্পানিটির শেয়ার দর ৮ শতাংশ পর্যন্ত কমে যায়। একদিনেই ফেসবুক প্রতিষ্ঠাতা জাকারবার্গকে ৩০০ কোটি ডলার খোয়াতে হয়।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।