ঢাকা   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

শাড়িপরা সাকিবকন্যার ছবি ফেসবুকে ভাইরাল

খেলার জগৎ

প্রকাশিত: ১৫:০০, ২৪ নভেম্বর ২০১৬

শাড়িপরা সাকিবকন্যার ছবি ফেসবুকে ভাইরাল

সাকিব কন্যা আলাইনা হোসেন অব্রি মাত্র এক বছর বয়সে সোশ্যাল মিডিয়া তারকায় পরিণত হয়েছেন। মাত্রই প্রথম জন্মদিন পালন করা অব্রির আদুরে সুন্দর একটি ছবি পোস্ট করেছেন বিশ্বসেরা অলরাউন্ডারের স্ত্রী উম্মে আল হাসান শিশির।
 
ছবিতে দেখা যায়, শাড়ির লাল ঘোমটায় মোড়ানো অব্রি ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। সেই চোখে আবার কালো চশমা। লাল ঘোমটা ও সাদা পাড়ের শাড়ির অব্রির সেই ছবি ফেসবুকে বেশ আলোড়ন তুলেছে। শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই ছবিতে ফেসবুকে ১৫ হাজার প্রতিক্রিয়া পড়েছে। ৭০ বার শেয়ার হওয়ার পাশাপাশি মন্তব্য পড়েছে চার শতাধিক।

শেয়ার বিজনেস24.কম