২১ নভেম্বর ২০১৬ সোমবার, ১০:০৩ পিএম
শেয়ার বিজনেস24.কম
রাইট শেয়ার ইস্যুর প্রস্তাবে সাধারণ বিনিয়োগকারীদের সম্মতি পায়নি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। কোম্পানির চতুর্থ বিশেষ সাধারণ সভায় (ইজিএম) বিনিয়োগকারীদের সম্মতি চাইলে তাতে দ্বিমত করেন বিনিয়োগকারীরা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ১৪ নভেম্বর ইজিএম করে ফার কেমিক্যাল। ওই সভায় কোম্পানিটি নারায়ণগঞ্জের রূপগঞ্জে টেক্সটাইল ইন্ডাস্ট্রির নতুন ইউনিট স্থাপনের জন্য রাইট ইস্যুর প্রস্তাব উপস্থাপন করে। বিদ্যমান একটি শেয়ারের বিপরীতে একটি রাইট ইস্যুর সিদ্ধান্ত নিয়েছিল কোম্পানিটি। তবে বিনিয়োগকারীদের অনীহার কারণে তা বাতিল হয়ে গেছে।
অন্যদিকে মূলধন বাড়ানোর প্রস্তাবেও অসম্মতি জানিয়েছেন বিনিয়োগকারীরা। কোম্পানিটি ৩০০ কোটি থেকে ৫০০ কোটি পর্যন্ত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল।
৩০ জুন সমাপ্ত ২০১৬ হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ ও ২০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ। গেল হিসাব বছরে ফার কেমিক্যালের নিরীক্ষিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫২ পয়সা, আগের বছর যা ছিল ২ টাকা ১৯ পয়সা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।