ঢাকা   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

মিরপুরে বাস-লেগুনার সংঘর্ষে নিহত ৩

জাতীয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৭, ১৭ জুলাই ২০১৮

মিরপুরে বাস-লেগুনার সংঘর্ষে নিহত ৩

রাজধানীর মিরপুরে এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বেশ কয়েকজন।

১৭ জুলাই মঙ্গলবার সকালে বিরুলিয়া বেড়িবাঁধে বাস ও লেগুনার মধ্যে সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন- লেগুনা চালক হান্নান (২২), শিশু তাওহীদ (৯) ও অপর জনের নাম জানা যায়নি।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ-আলম জানান, বিরুলিয়া বেড়িবাঁধ এলাকায় একটি বাস ও লেগুনার সংঘর্ষ হয়। পরে আহতদের ঢাকা মেডিকেলে নেয়া হলে চার জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

তিনি আরো জনান, ওই বাস এবং লেগুনাটি অাটক করা হয়েছে। এছাড়া ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে রাখা হয়েছে।