২৪ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার, ০৬:১৯ পিএম
শেয়ার বিজনেস24.কম
ভোলা জেলায় ভুল চিকিৎসার অভিযোগে আদিত্য নামের দুই বছরের এক শিশু মৃত্যুর অভিযোগ ওঠেছে। এ ঘটনায় বুধবার রাতে শহরের হাবিব মেডিকেল সেন্টারে ভাঙচুর করা হয়েছে। নিহত আদিত্য ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী রতন কৃষ্ণ দে’র সন্তান।
বিচারের দাবিতে শহরে কয়েক দফা বিক্ষোভ মিছিলের পর অভিযুক্ত ডাক্তার শিশু বিশেষজ্ঞ আব্দুল কাদেরকে আটক করেছে পুলিশ। এদিকে পরিস্থিতি নিয়েন্ত্রণে আনতে ঘটনার পর থেকে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রতন বলেন, তার ছেলে ৩ দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলো। সন্ধ্যায় হাবিব মেডিকেল সেন্টারে ডাঃ কাদেরের কাছে নিয়ে আসেন। ডাক্তার পরীক্ষা নিরীক্ষার পর এক গ্রামের সেফট্রোন ইনজেকশন প্রেসক্রাইপ করেন। নার্স ওই ইনজেকশন পুশ করার সঙ্গে সঙ্গে শিশুটি মৃত্যুকোলে ঢলে পড়ে।
এদিকে অভিযুক্ত ডা. মো. আব্দুল কাদের জানান, তার চিকিৎসায় কোনো ভুল ছিল না।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, অভিযোগের ভিত্তিতে ডা. কাদেরকে আটক করা হয়েছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।