facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৩ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৪

marcelbd

বিদ্যুতের অভাবে সুহৃদের উৎপাদন বন্ধ


২৪ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার, ০৫:০২  পিএম

শেয়ার বিজনেস24.কম


বিদ্যুতের অভাবে সুহৃদের উৎপাদন বন্ধ

সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড পিভিসি পাইপ উৎপাদনের জন্য মেশিন স্থাপনের পরেও পর্যাপ্ত বিদ্যুত সরবরাহের অভাবে উৎপাদন শুরু করতে পারেনি।  কোম্পানিটি বাণিজ্যিকভাবে পণ্য বাজারজাতকরণের জন্য কোনো উদ্যোগও গ্রহণ করেনি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিষয়টি জানতে চেয়ে চিঠি পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, আমরা ২০১৪-১৫ হিসাব বছরের বার্ষিক প্রতিবেদনে পৃষ্ঠা-১৩তে প্রজেক্ট সম্প্রসারণের বিষয়টি প্রকাশ করেছি।

কোম্পানিটি পিভিসি পাইপের জন্য এক্সট্রাডার মেশিন স্থাপন করেছে। মেশিন স্থাপনের পর পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের অভাবে এখনও উৎপাদন শুরু করতে পারেনি কোম্পানিটি।

কোম্পানিটি আরও জানায়, সুহৃদের কারখানা যেখানে অবস্থিত, সেখানে আরইবি থেকে বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল না। দিনে ঘনঘন লোডশোডিং হয়, যা উৎপাদন কাজে ব্যাঘাত ঘটায়। মাঝেমাঝে দিনে ৩ থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। আবার কখনো সারাদিন লোডশেডিং-এ থাকতে হয়।

এমন সমস্যার কারণে কোম্পানিটি বিদ্যুত সরবরাহকারী প্রতিষ্ঠানকে মৌখিক ও লিখিতভাবে বিষয়টি জানালেও কোনো কাজ হয়নি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শেয়ারবাজার -এর সর্বশেষ