ঢাকা   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

পরীক্ষার সাড়ে ২১ ঘণ্টার মধ্যে খুবির জীববিজ্ঞান স্কুলের ফল প্রকাশ

শিক্ষা

প্রকাশিত: ২১:০২, ৪ নভেম্বর ২০১৬

পরীক্ষার সাড়ে ২১ ঘণ্টার মধ্যে খুবির জীববিজ্ঞান স্কুলের ফল প্রকাশ

ভর্তি পরীক্ষার মাত্র সাড়ে ২১ ঘণ্টার ব্যবধানে ফল প্রকাশ করে রেকর্ড সৃষ্টি করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) জীববিজ্ঞান স্কুল।
 
শুক্রবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এ ফল প্রকাশ করেন। এ সময় ট্রেজারার খান আতিয়ার রহমান, ভর্তি কমিটির সভাপতি জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাজমুল আহসান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টিপু সুলতান ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
 
প্রাপ্ত ফলে জানা যায়, ৬০.৭৬ শতাংশ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় পাস করেছেন। জীববিজ্ঞান স্কুলে ভর্তি পরীক্ষায় ৫ হাজার ১৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষায় ৩ হাজার ১২০ জন উত্তীর্ণ হয়েছেন।
 
ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.ku.ac.bd পাওয়া যাচ্ছে।

শেয়ার বিজনেস24.কম