২১ নভেম্বর ২০১৬ সোমবার, ০৮:৫৩ পিএম
শেয়ার বিজনেস24.কম
![]() |
২০১০ সালের ফুটবল বিশ্বকাপ পপ স্টার শাকিরাকে চিনিয়েছে নতুন করে। তার গাওয়া ওয়াকা-ওয়াকা’র তালে দুলেছিল গোটাবিশ্ব। তখন কিছু কম্পন ছুঁয়ে গেছে স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের হৃদয়েও।
এরপর প্রেম আর সংসার। টানা ছয় বছরের সে সংসার আর টিকছে না। এমন খবর দিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
আর খবরটির সত্যতা আরো দৃঢ় হয়েছে সম্প্রতি এই ল্যাটিন গায়িকা তার বেশ কিছু কনসার্ট বাতিল করায়। যেখানে তিনি কনসার্ট বাতিলের কারণ হিসেবে উল্লেখ করেছেন- ব্যক্তিগত সমস্যা!
বাতিল হওয়া কনসার্টগুলোর মধ্যে ছিল ল্যাটিন গ্র্যামি অ্যাওয়ার্ডস ও আমেরিকান মিউজিক পুরস্কারের মতো সম্মানজনক অনুষ্ঠান।
এ দিকে শাকিরার ঘনিষ্ঠজনের বরাতে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, পিকের ঈর্ষাপরায়ণ আচরণ ও কাজে বাধা দেয়ায় আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এ গায়িকা। বিভিন্ন ছেলে মডেলের সাথে শারিকার ঘনিষ্ঠ ছবিই মূলত পিকের মাথা ব্যথার কারণ।
তাই সংসার বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে চলেছেন এ তারকা জুটি। তবে আনুষ্ঠানিকভাবে একজনও কিছু জানাননি এখনো।
৩৯ বছর বয়সী শাকিরা আর ২৯ বছর বয়সী পিকের সংসারে দু’টি সন্তান রয়েছে। তাদের বিষয়েও কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।