ঢাকা   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

ইফতারিতে ভেজাল দিলেই শাস্তি: সাঈদ খোকন

জাতীয়

প্রকাশিত: ২১:৫৫, ৭ জুন ২০১৬

ইফতারিতে ভেজাল দিলেই শাস্তি: সাঈদ খোকন

ইফতারে কোনো ভেজাল মেশানোর প্রমাণ পেলেই বিক্রেতাদের শাস্তি পেতে হবে বলে সতর্ক করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।


মঙ্গলবার প্রথম রোজার দিন দুপুরে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার কেনাবেচা দেখতে যান মেয়র।

এসময় তিনি বিভিন্ন দোকান ঘুরে ইফতার সামগ্রী পরীক্ষা করে দেখেন। মেয়র ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে ইফতারের দাম বেশি নেওয়া হচ্ছে কি না তার খোঁজও নেন।


তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, “ইফতার সামগ্রীতে ভেজাল মেশানো হয় কিনা, তা পরিদর্শনের জন্য এসেছি। ইফতারে কোনো ভেজাল মেশাতে দেওয়া হবে না। ভেজাল মেশালেই শাস্তি দেওয়া হবে।”

খাবারে ভেজাল পরীক্ষার জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, “আমাদের সাথে পরীক্ষা করার মতো লোক আছে। তাদের কাছে বিভিন্ন ধরনের প্রযুক্তিও রয়েছে।”

ইফতারের বাজারে এই অভিযান নিয়মিতই চলবে বলে জানান সাঈদ খোকন।

সূত্র : বিডিনিউজ

শেয়ার বিজনেস24.কম