
বিতর্ক, জলঘোলা আর অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ না পাওয়া তামিম ইকবালকে ঘিরে যে শঙ্কা তৈরি হয়েছিল, সেটি উড়িয়ে দিলেন তামিম। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়েই ক্রিকেটে ফিরছেন তামিম।
সবশেষ ৪ মাসে ঘটেছে অনেক ঘটনা। হঠাৎ অবসর, প্রধানমন্ত্রীর নির্দেষে ক্রিকেটে ফেরার ঘোষণা, চিকিৎসার জন্য লন্ডনে উড়াল দেওয়া। এরপর সরে দাঁড়ান অধিনায়কের পদ থেকে। সাকিব আল হাসানের নেতৃত্বে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তামিম। এরপর আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক শেষে বিকেল ৫টায় গণমাধ্যমের সামনে আসেন তিনি।
গণমাধ্যমে নিজের ভবিষ্যত নিয়ে তামিম বলেন, ‘আগামী বিপিএল দিয়েই আমার ক্রিকেট খেলাটা শুরু করব। শুরু করার পর আপনারা আরও ক্লিয়ারলি আইডিয়াটা পেয়ে যাবেন কি হচ্ছে, না হচ্ছে।
তামিম জানিয়েছেন, এটা সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময় নয়। আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচে কোনো ইফেক্ট পড়তে পারে এমন কোনো সিদ্ধান্ত নেননি তামিম, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কালকে বাংলাদেশের টেস্ট ম্যাচ শুরু হচ্ছে আমি চাইব, আজকে আমি যা বলছি সেটার কোন ইফেক্ট যেন খেলায় না পড়ে।’
তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে একটা ধোঁয়াশা রেখেছেন তামিম, ‘আমি বিপিএল থেকে আমার ক্রিকেট স্টার্ট করবে। তবে এরইমধ্যে আমার ক্যারিয়ার কী হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, কিন্তু সেটা বিপিএলের পর জানাব। আমরা (পাপন ও তামিম) আজকে খোলামোলা অনেক আলাপ করেছি। আমি কি করতে চাই বললাম। উনি (বিসিবি সভাপতি) জানুয়ারি পর্যন্ত আমাকে বলেছেন থামতে। উনি বলেছেন কিছু কঠোর সিদ্ধান্ত নেবেন, আমি একটু অপেক্ষা করি দেখি কি হয়।’
শেয়ার বিজনেস24.কম