আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) ধারাবাহিক সূচক বৃদ্ধির মধ্য দিয়ে শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫ হাজার ১০৯ পয়েন্টে। বাজারে ঊর্ধ্বমুখী এই প্রবণতার দিনে ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৮৮টি প্রতিষ্ঠান। এর মধ্যে ২১০টির শেয়ারদর বৃদ্ধি পায়।
দর বৃদ্ধি পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিনিয়োগকারীদের চাহিদা বেশি থাকায় প্রায় এক ডজন প্রতিষ্ঠান সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়। ক্রেতা থাকলেও বিক্রেতা না থাকায় এসব প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত (হল্টেড) হয়ে পড়ে। ডিএসইর বাজার পর্যালোচনায় এসব তথ্য জানা গেছে।
বিক্রেতা সংকটে হল্টেড হওয়া প্রতিষ্ঠানগুলো হলো— ফাস ফাইন্যান্স, পিপলস লিজিং, প্রাইম ফাইন্যান্স, ড্যাফোডিল কম্পিউটারস, ফারইস্ট ফাইন্যান্স, শাইনপুকুর সিরামিকস, প্রিমিয়ার লিজিং, বিআইএফসি, এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইন্টারন্যাশনাল লিজিং এবং জিএসপি ফাইন্যান্স। আজ এসব প্রতিষ্ঠানে ক্রয়াদেশ থাকলেও বিক্রয়াদেশ না থাকায় শেয়ারগুলো হল্টেড হয়ে যায়।
দর বৃদ্ধির তালিকায় শীর্ষে রয়েছে পিপলস লিজিং ও ফাস ফাইন্যান্স। আজ এই দুই প্রতিষ্ঠানের শেয়ারদর ৭ পয়সা বা ১০ দশমিক ৭৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭২ পয়সায়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে প্রাইম ফাইন্যান্সের। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ১০ পয়সা বা ১০ দশমিক শূন্য শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ১০ পয়সায়।
তৃতীয় সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ড্যাফোডিল কম্পিউটারসের। আজ কোম্পানিটির শেয়ারদর ৩ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪১ টাকায়।
অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারদর ৬ পয়সা বা ৯ দশমিক ৮৪ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৫২ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৪ পয়সা বা ৮ দশমিক ৫১ শতাংশ, বিআইএফসির ১০ পয়সা বা ৮ দশমিক ৩৩ শতাংশ, এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩০ পয়সা বা ৮ দশমিক ১১ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৪ পয়সা বা ৮ শতাংশ এবং জিএসপি ফাইন্যান্সের ১০ পয়সা বা ৭ দশমিক ১৪ শতাংশ বেড়েছে।
























