ঢাকা   মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

পাঁচ কোম্পানির ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের হিসাবে জমা

পাঁচ কোম্পানির ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের হিসাবে জমা

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানির ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড নির্ধারিত সময়ের মধ্যেই শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত এসব ডিভিডেন্ড বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) ব্যবস্থার মাধ্যমে সরাসরি বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

ডিভিডেন্ড বিতরণকারী কোম্পানিগুলো হলো—
তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, লিগ্যাসি ফুটওয়্যার, বিডি ল্যাম্পস, আর্গন ডেনিমস এবং ইভিন্স টেক্সটাইলস লিমিটেড। সংশ্লিষ্ট কোম্পানিগুলো জানিয়েছে, শেয়ারবাজারের বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করেই ডিভিডেন্ড পরিশোধের পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম ২০২৫ অর্থবছরের জন্য মোট ১৬ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল, যার মধ্যে ১১ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড।
অন্যদিকে, লিগ্যাসি ফুটওয়্যার তাদের শেয়ারহোল্ডারদের জন্য ০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছে।

এছাড়া, বিডি ল্যাম্পস ও আর্গন ডেনিমস লিমিটেড উভয় কোম্পানি একই অর্থবছরের জন্য ১০ শতাংশ করে ক্যাশ ডিভিডেন্ড বিতরণ করেছে।
আর ইভিন্স টেক্সটাইলস লিমিটেড শেয়ারহোল্ডারদের মধ্যে ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড পরিশোধ করেছে।

বিশ্লেষকদের মতে, নির্ধারিত সময়ের মধ্যে ডিজিটাল পদ্ধতিতে ডিভিডেন্ড বিতরণ শেয়ারহোল্ডারদের আস্থা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।