শেয়ারবাজারে আস্থার প্রতীক হিসেবে পরিচিত স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি নিয়ে বিনিয়োগকারীদের জন্য এলো বড় ইতিবাচক বার্তা। দেশের ওষুধ খাতের অন্যতম শক্তিশালী এই ব্লু-চিপ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নিজেই বাজার থেকে উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন, যা বাজারে নতুন করে আলোচনা ও আশার সঞ্চার করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক জনাব তপন চৌধুরী কোম্পানিটির মোট ২০ লাখ শেয়ার ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন। সোমবার (৫ জানুয়ারি) এ সংক্রান্ত তথ্য ডিএসই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে।
ডিএসইর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘোষিত এই শেয়ার ক্রয়ের কার্যক্রম আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করা হবে। শেয়ারগুলো পাবলিক মার্কেট অথবা ব্লক মার্কেট—উভয় মাধ্যমেই কেনা হতে পারে।
বাজার বিশ্লেষকদের মতে, কোনো মৌলভিত্তিসম্পন্ন ও দীর্ঘমেয়াদে স্থিতিশীল প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী যখন ব্যক্তিগতভাবে বড় অংকের শেয়ার কেনার ঘোষণা দেন, তখন তা কোম্পানির ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাবনা এবং বর্তমান বাজার দরের প্রতি তাঁর দৃঢ় আস্থার প্রতিফলন হিসেবে বিবেচিত হয়। স্কয়ার ফার্মার মতো প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই সিদ্ধান্ত সাধারণ বিনিয়োগকারীদের মনোবল ও আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নিয়ম অনুযায়ী, এই শেয়ার লেনদেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ইনসাইডার ট্রেডিং সংক্রান্ত বিধান এবং ডিএসইর লিস্টিং রেগুলেশন অনুসরণ করেই সম্পন্ন করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে শেয়ার ক্রয় শেষ হলে তা পুনরায় ডিএসইর মাধ্যমে প্রকাশ করা হবে।
এই বিনিয়োগ কার্যক্রম সম্পন্ন হলে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের উদ্যোক্তা ও পরিচালক শ্রেণির হাতে থাকা শেয়ারের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নিয়মিত ও আকর্ষণীয় লভ্যাংশ প্রদানের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা ধরে রেখেছে।
বর্তমান বাজার বাস্তবতায় স্কয়ার ফার্মার এমডির এই উদ্যোগ ওষুধ খাতের শেয়ারগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াতে এবং সামগ্রিকভাবে শেয়ারবাজারে ইতিবাচক মনোভাব তৈরি করতে সহায়ক হবে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।
























