ঢাকা   বৃহস্পতিবার ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

ডিভিডেন্ডের অনুমতি পেল বিডিকম অনলাইন

ডিভিডেন্ডের অনুমতি পেল বিডিকম অনলাইন

শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি বিডিকম অনলাইন লিমিটেড তাদের ঘোষিত স্টক ডিভিডেন্ড বিতরণের জন্য নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত অনুমোদন পেয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএসই সূত্র জানায়, ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ইস্যুর বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৬ জানুয়ারি এক চিঠির মাধ্যমে কোম্পানিটিকে সম্মতি প্রদান করেছে। এর আগে গত বছরের ২৭ অক্টোবর এবং ২০ নভেম্বর ডিএসইর মাধ্যমে ডিভিডেন্ড সংক্রান্ত প্রাথমিক তথ্য ও পর্ষদ সভার সিদ্ধান্ত প্রকাশ করা হয়েছিল।

 রেকর্ড ডেট ঘোষণা

বিএসইসির অনুমোদন পাওয়ার পর বিডিকম অনলাইন ডিভিডেন্ড পাওয়ার যোগ্য বিনিয়োগকারী নির্ধারণে রেকর্ড ডেট ঘোষণা করেছে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ জানুয়ারি, ২০২৬। অর্থাৎ, ওই দিন যাদের হাতে কোম্পানির শেয়ার থাকবে, তারাই ঘোষিত ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

 অনুমোদনের গুরুত্ব

সাধারণত কোনো কোম্পানি স্টক ডিভিডেন্ড ঘোষণা করলে আইন অনুযায়ী বিএসইসির অনুমোদন নিতে হয়। কোম্পানির আর্থিক সক্ষমতা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় যাচাই করে নিয়ন্ত্রক সংস্থা এই সম্মতি দিয়ে থাকে। বিডিকম অনলাইনের ক্ষেত্রে অনুমোদন পাওয়ায় কোম্পানিটির পরিশোধিত মূলধন ৫ শতাংশ বৃদ্ধি পাবে, যা ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণে সহায়ক হবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

 ডিভিডেন্ড ও আর্থিক চিত্র

এর আগে কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির—

শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮৬ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৮৫ পয়সা,

এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৫৮ পয়সা।


বাজার বিশ্লেষকদের মতে, নিয়মিত ডিভিডেন্ড প্রদান ও স্থিতিশীল আর্থিক সূচক বিডিকম অনলাইনের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।