ঢাকা   বৃহস্পতিবার ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

১ কোটি শেয়ার হস্তান্তরের অনুমোদন বাতিল

১ কোটি শেয়ার হস্তান্তরের অনুমোদন বাতিল

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর দুই পরিচালকের শেয়ার হস্তান্তরের পূর্বের অনুমোদন বাতিল করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ডিএসই তাদের ওয়েবসাইটে প্রকাশিত পৃথক দুটি বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে। এর ফলে কোম্পানিটির এক উদ্যোক্তা পরিচালক ও এক সাধারণ পরিচালকের মোট ১ কোটি শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া আর কার্যকর থাকছে না।

 কোন শেয়ার হস্তান্তর বাতিল হলো

ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক আহমেদ রাজীব সামদানি তার মালিকানাধীন ৯০ লাখ শেয়ার আইপিডিসি ফাইন্যান্স পিএলসির কাছে হস্তান্তরের প্রস্তাব দিয়েছিলেন। পাশাপাশি কোম্পানির অপর পরিচালক নাদিয়া খলিল চৌধুরী তার হাতে থাকা ১০ লাখ শেয়ার একই প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের আবেদন করেন।

ডিএসই কর্তৃপক্ষ এই দুই পরিচালকের মোট ১ কোটি শেয়ার হস্তান্তরের বিষয়ে দেওয়া পূর্বের অনুমোদন বাতিল ঘোষণা করেছে।

 আগের অনুমোদন ও সংশোধনী

এর আগে গত ১০ ডিসেম্বর, ২০২৫ তারিখে ডিএসই এই শেয়ার হস্তান্তর সংক্রান্ত একটি প্রাথমিক সংবাদ প্রকাশ করেছিল। সে সময় ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে এই বড় অঙ্কের শেয়ার হস্তান্তরের অনুমতি দেওয়া হয়েছিল।

তবে মঙ্গলবার প্রকাশিত এক সংশোধনী বার্তায় ডিএসই স্পষ্টভাবে জানায়, পূর্বের সেই অনুমোদনের সিদ্ধান্তটি এখন থেকে বাতিল বলে গণ্য হবে।

অনুমোদন বাতিলের প্রভাব

সাধারণত বাণিজ্যিক চুক্তি, ঋণের বিপরীতে জামানত বা অন্য আর্থিক দায়বদ্ধতার কারণে পুঁজিবাজারের ট্রেডিং সিস্টেমের বাইরে শেয়ার হস্তান্তর করা হয়। তবে গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ না করেই এই অনুমোদন বাতিল করা হয়েছে।

এর ফলে সংশ্লিষ্ট দুই পরিচালকের হাতে থাকা শেয়ারগুলো আপাতত আগের অবস্থাতেই বহাল থাকছে, এবং আইপিডিসি ফাইন্যান্সের কাছে শেয়ার হস্তান্তরের বিষয়টি আর এগোচ্ছে না।

বাজার বিশ্লেষকদের মতে, বড় অঙ্কের শেয়ার হস্তান্তর বাতিলের মতো সিদ্ধান্ত কোম্পানিটির শেয়ারদরে স্বল্পমেয়াদে প্রভাব ফেলতে পারে। বিনিয়োগকারীরা এখন ডিএসই বা কোম্পানির পক্ষ থেকে এই সিদ্ধান্তের পেছনের ব্যাখ্যার অপেক্ষায় রয়েছেন।