সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে উল্লেখযোগ্য পরিমাণ লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে মোট ১৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়, যার আর্থিক পরিমাণ দাঁড়ায় ১৯ কোটি ৭৩ লাখ ৪৬ হাজার টাকা।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ব্লক মার্কেটে—
শীর্ষ ৫ কোম্পানির লেনদেন:
ওরিয়ন ইনফিউশন লিমিটেড (ORIONINFU)
লেনদেন: ৪ কোটি ৯৪ লাখ ০৫ হাজার টাকা
দিনের সর্বোচ্চ লেনদেনকারী প্রতিষ্ঠান
ফাইন ফুডস লিমিটেড (FINEFOODS)
লেনদেন: ৩ কোটি ৭১ লাখ ০৭ হাজার টাকা
গ্রামীণফোন (GP)
লেনদেন: ৩ কোটি ২২ লাখ ৪৫ হাজার টাকা
অন্যান্য বড় লেনদেনকারী প্রতিষ্ঠান
অ্যাপেক্স স্পিনিং – ২ কোটি ১১ লাখ ৮৬ হাজার টাকা
জি কিউ বলপেন – ১ কোটি ৫৪ লাখ ৬১ হাজার টাকা
বাজার বিশ্লেষকদের মতে, নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের শেয়ারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় ব্লক মার্কেটে এদিন বড় অঙ্কের লেনদেন হয়েছে।
























